এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের পিঠা উৎসব অনুষ্ঠিত

সাজিদুর রহমান সজিব: রাজধানীর মিরপুরে এসএসসি-২০১১ এবং এইচএসসি-২০১৩ স্টুডেন্টস গ্রুপ অব বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশের এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মিরপুর-৬ নম্বর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় দুইশতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।

বন্ধুরা মিলে কেক কাটার মধ্যে দিয়ে পিঠা উৎসব শুরু হয়। এরপর সবাইকে পিঠা পরিবেশন করা হয়।

উৎসবে ছিল বিভিন্ন রকমের শীতের পিঠার সমাহার।

অনুষ্ঠানে আগত সকলে যার যার পরিচয় দেন এবং সবাই সবার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক গ্রুপ এডমিন মাহমুদ রাফি বলেন, আমাদের ১১-১৩ সারা বাংলাদেশের বন্ধু বান্ধবীদের প্রাণের মেলা বসে পিঠা উৎসবে। প্রতিবছরের মতো এ বছরের আয়োজনেও অংশগ্রহণ করেছে সারা দেশের বিভিন্ন জেলার ১১-১৩ ব্যাচের বন্ধু-বান্ধবী ও তাদের পরিবার।  আমাদের সব সময়ে লক্ষ্য থাকে ভিন্ন কিছু আয়োজন করা এই কমিউনিটির মাধ্যমে। এইসব আয়োজনের পাশাপাশি সব সময়ে আমরা দেশের সামাজিক কর্মকাণ্ড করে থাকি সকল বন্ধু বান্ধবীদের সহযোগিতায়। যার উদ্যোগ নেয়া হয় এসএসসি ২০১১ & এইএসসি ২০১৩ স্টুডেন্টর্স গ্রুপ অফ বাংলাদেশ এর এডমিন প্যানেল থেকে নেওয়া হয়।

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিলেন বসন্ত ফার্নিচার, শ্রীপুর টেক মার্ট, জামিল মোহাম্মদ সিটি ও ইংলিশ থেরাপি।

এছাড়া ফটোগ্রাফার পার্টনার ছিল র’ এক্সপো।

আরও পড়ুন: