৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী করেছে কমলনগর ছাত্রদল।

কমলনগর(লক্ষ্মীপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা ছাত্রদল। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন এ ছাত্র সংগঠনটি।
১ জানুয়ারী সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর হোসেন সাজু ও সদস্য সচিব জাফর আহম্মদ ভূইয়ার নেতৃত্বে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালী শুরু করে হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-আহবায়ক এম দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা এমরান হোসেন মুরাদ, যুগ্ম-আহবায়ক  মাহিদুল হাসান শামিম, জামাল উদ্দিন আবগানীসহ উপজেলার সকল পর্যায়ের ছাত্রদলে নেতৃবৃন্দ।

আরও পড়ুন: