কমলনগরে পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

কমলনগর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীব ত্যাযজ্ঞে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ ‘স্পন্দন’ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, কমলনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম,  উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম,  জেএডি’র সভাপতি আব্দুল মোতালেব, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সম্পাদক মো. ফয়েজ, জেএসডির যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশকে বুদ্ধি শূন্য করতে চালানো হয়েছে
 হত্যাযন্ত্র। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিতে সকল যায়গা থেকে বৈষম্য দূর করতে হবে।

আরও পড়ুন: