কমলনগরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্র দলের মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুর কমলনগর উপজেলা হাজিরহাট উপকূল কলেজ ছাত্রদল এর ১০ ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর নির্দেশে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে আওয়ামিলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম গণহত্যাকান্ড, নির্যাতন ও নিপিড়নের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবিতে। মঙ্গলবার ১০ ডিসেম্বর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন,ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দাউদ, সাধারণ সম্পাদক ওসমান গনি, যুগ্ন আহবায়ক দিদার হোসেন শিফন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ডিগ্রি শাখার সভাপতি তাহেদুল হাসান হিমেল, দ্বাদশ শাখা কমিটির সভাপতি জিসান সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন: