কমলনগরে অভিভাবক সমাবেশ
হাজিরহাট মডেল মাদ্রাসার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুণিজন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাজিরহাট মডেল মাদ্রাসার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রধান পরিচালক আজমীর হোসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নুর উদ্দিন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেদোয়ান হোসেন বাহার, প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, ফলকন ইউনিয়ন জামায়াতের আমীর মো. জাকারিয়া, সাংবাদিক
মো সাইফুল্লাহ মনির, ৮ম শ্রণির সালমা আক্তার ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মেহেরীন আক্তার তারিন প্রমুখ।
জানা যায়, হাজিরহাট মডেল মাদ্রাসা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়ে শুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।
শিক্ষার মানোন্নয়নে এ মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জনে আরো অগ্রণী ভুমিকা পালন করবে এ প্রত্যাশা বক্তাদের।
কমলনগর/লক্ষ্মীপুর