কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা

সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে বাংলাদেশের উপকূলে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগেভাগেই শীত নেমে আসারও সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা কালবেলাকে বলেন, নিম্নচাপটি আরও ঘূণিভূত হতে পারে। তবে বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাবে। পরে আবার সুস্পষ্ট লঘুচাপ, লঘুচাপে পরিণত হবে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রভাবে শীত বিস্তার করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেই সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে শীত বাড়লেও, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শীতের রেশ কিছুটা কমে আসবে। এরপরই ফাইনালই শীত বিস্তার করবে।

এদিকে নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে গত শনিবার (২৩ নভেম্বর) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, সেটি নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বৃষ্টি নিয়ে কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে।

আবহাওয়া বর্তায় সংস্থাটি বলছে, দেশে ধেয়ে আসছে বৃষ্টিবলয় আঁখি। আর এর প্রভাবে দেশের খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও উপকূলীয় অঞ্চলে আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। সেইসঙ্গে উপকূলীয় জেলাসমূহের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

কৃষকদের পরামর্শ দিয়ে সংস্থাটি আরও জানায়, যারা রবি শস্যের চাষাবাদ করতে চাচ্ছেন, তারা ডিসেম্বর মাসের ২-৩ তারিখ চাষাবাদ শুরু করলে ক্ষতির হাত থেকে বাঁচা যাবে। এ ছাড়া উপকূলীয় এলাকার যেসব কৃষক ভাইয়েরা আমন ধান সংগ্রহ করছেন তারা আগামী ২৭ তারিখের ভিতরে ধান সংগ্রহ না করলে বৃষ্টির কারণে ক্ষতির শঙ্কা রয়েছে।

সংকলিত_এম-আর-আর

আরও পড়ুন: