সাংবাদিকদের মধ্যে ঐক্য রাখার অঙ্গিকার নিয়ে নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা- নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব। এ উপলক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উত্তর বাজারে প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক ভাষা সৈনিক সানা উল্লাহ নূরী, সাংবাদিক আবদুর রাজ্জাক চৌধুরী এবং সাংবাদিক জহির উদ্দিন বাবর স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয়।

 

কমলনগর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, ক্লাবের উপদেষ্টা, দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুছ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়েজ, সহসভাপতি, দৈনিক আজকালের খবর প্রতিনিধি এ আই তারেক প্রমুখ।

 

এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক দেশ-রুপান্তর রামগতি-কমলনগর সংবাদদাতা আমজাদ হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম,  প্রচার সম্পাদক মোঃনুর নবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন এবং মোঃ মোশারেফ হোসেন কিরণ প্রমুখ।  এ সময় ২১ জন নতুন সদস্য তাদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সভাপতি ইউছুপ আলী মিঠু বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদে ঐক্যের ডাক দিয়েছি। আজকের পর থেকে কমলনগরে ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত আর কোন প্রেসক্লাব অবশিষ্ট নেই। দীর্ঘ দিন প্রেসক্লাবের এক অংশের সভাপতি ছিলাম আমি। অন্য অংশে ছিলেন সহকর্মী  মোঃ ফয়েজ  এবং এআই তারেক। কিন্ত আজ আর ভিন্ন কোন স্থানে কোন প্রেসক্লাব নেই। সবাই এক হয়ে এখন একটাই  ‘কমলনগর প্রেসক্লাব’

সহ সভাপতি এ আই তারেক বলেন, আমরা এখন সবাই অঙ্গীকার বদ্ধ হয়েছি আগামীতে কমলনগরের উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আগে আমরা বিভক্ত ছিলাম। কিন্ত আজকের পর থেকে আমরা সবাই এক এবং অভিন্ন।

সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ বলেন, আমাদের কাজ কমলনগরের উন্নয়ন, অপরাধ এবং নানা কাজে যে সব অনিয়ম, অপরাধ আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে জনগুরুত্বপূর্ণ সংবাদে মনোযোগী হওয়া। এ জন্য আমরা কমলনগরবাসীর সহযোগিতা চাই। আশা করি আমরা লক্ষ্যে এগিয়ে যাবো।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কমলনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর সদস্য গ্রহন করা হয়নি। সে কারণে মাঝে মধ্যে সাংবাদিকদের মধ্যে একাধিক দল উপদল ছিল। এবারই প্রথমবারের মতো কমলনগর প্রেসক্লাবের সদস্য নেয়া হয়েছে। সদস্য ভর্তির নোটিশ ও বিজ্ঞাপন প্রচারের পর ৩০ জন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য পদ চেয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে ২১জন সাংবাদিককে কমলনগর প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: