পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ
চ্যানেলটি ‘উসকানিমূলক উপাদান’ প্রচার করছে ফিলিস্তিনের অভিযোগ
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরে আল জাজিরা টেলিভিশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে অঞ্চলটির কর্তৃপক্ষ ফাতাহ। তাদের অভিযোগ চ্যানেলটি ‘উসকানিমূলক উপাদান’ প্রচার করছে।
এই স্থগিতাদেশের মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা না হলেও জানানো হয়েছে এই ব্যবস্থা সাময়িক। খবর রয়টার্স
ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সংঘাতের প্রতিবেদন নিয়ে আল জাজিরার সমালোচনা করে।
এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করে আল জাজিরা বলছে, এটি অধিকৃত পশ্চিম তীরে চলমান ঘটনাবলী নিয়ে প্রতিবেদন প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা। চ্যানেলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরে তাদের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছে।
এই স্থগিতাদেশ গাজা অঞ্চলে কার্যকর হবে না, কারণ সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফাতাহর কোনো নিয়ন্ত্রণ নেই।
ফাতাহর অভিযোগ আল জাজিরা ‘ফিলিস্তিন ও আরব বিশ্বে বিভেদ সৃষ্টি করছে’। তারা ফিলিস্তিনিদেরকে এই নিউজ নেটওয়ার্ককে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে।
এর আগে ইসরায়েলও চ্যানেলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের মে মাসে তারা আল জাজিরার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়।