মীরপুর গার্লস আইডিয়ালের বার্ষিক পুরষ্কার বিতরনী-২০২৫ অনুষ্ঠান সম্পন্ন

আরিফুর সাদনানঃ শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণীর মাধ্যমে রাজধানী ঢাকার মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটের বার্ষিক পুরষ্কার বিতরনী-২০২৫ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।

৩০ জানুয়ারী মীরপুর গার্লস আইডিয়ালের নিজস্ব অডিটরিয়ামে পুরস্কার বিতরনীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এবং মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটের সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং মীরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি ড. মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিনাত ফারহানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা দেশ ও জাতি গঠনে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান।

শিক্ষার্থীদের সাথে সহকারী প্রধান শিক্ষক আহমাদুল্লাহ কাসেমী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ মুস্তারী আহমেদ, ভাষানটেক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনজুমানআরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, যুগ্ম আহবায়ক সোহানুর রহমান খোকন, মোকসেদুর রহমান আবির, আব্দুর রহমান, পল্লবী ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক আবুল খায়ের পুরষ্কার বিতরনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা একাডেমিক ফলাফল এবং ক্রীড়া প্রতিযোগীতায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মীরপুর গার্লস আইডিয়াল স্কুলের এবছরের বার্ষিক পুরষ্কার বিতরনীর আয়োজন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: