একসঙ্গে ৩ টিভি চ্যানেলে ফারুকীর ‘৮৪০’
গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। এবার সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে দেখানো হবে টেলিভিশনের পর্দায়।
আগামী ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভি-তে সম্প্রচার করা হবে এটি। ১০ জানুয়ারী পর্যন্ত চলবে এই সম্প্রচার।চ্যানেল আই-তে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচারিত হবে পরেরদিন দুপুর ১২টা ০৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টা ও পুনঃপ্রচার হবে পরের দিন সকাল ৮টায়।এছাড়া দীপ্ত টিভিতে রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার করা হবে পরেরদিন দুপুর ১টা ৩০ মিনিটে। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে।
বছরের প্রথম দিন বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, মিলন শেখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
সংবাদ সম্মেলনে সরাসরি উপস্থিত না হলেও সিরিজ হিসেবে টেলিভিশনে মুক্তির বিষয়ে মুঠোফোন বার্তায় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, আমার খুব ভালো লাগছে যে ৮৪০ আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়াম। আমার উত্থান টেলিভিশনেই এবং টেলিভিশনেই ৪২০ একসময় খুব জনপ্রিয় হয়েছিল। ৩টা টিভিতে যাবে পরপর ৮ দিন, ৮ পর্ব হিসেবে যাবে এইটা। পরপর ৮ দিন একটা সিরিজ চলা এইটাও একটা নতুন ঘটনা হবে। উৎসবের মতো হবে দর্শকদের জন্য আমি বিশ্বাস করি। সিনেমা হলেও এটি থাকবে। আর টিভিতে সিরিজ ভার্সন যাচ্ছে। যেটার কাট একটু ডিফারেন্ট। পর্বগুলোতে গল্পের বিস্তার আরেকটু বেশি।
তিনি আরও বলেন, আমি মনে করি যে আমরা একটা নতুন সময়ে বাস করছি। এখন দর্শকদের কাছে পৌঁছানোর আরো নানা মিডিয়াম আছে। আমাদেরকে সব মিডিয়ামের দিকেই তাকাতে হবে এবং আমার ধারণা সামনের দিকে আমরা এই হাইব্রিড ডিস্ট্রিবিউশনের জিনিসগুলো এক্সপ্লোর করব। এখনও করছি। যেমন টেলিভিশনের জন্য যেটা বানাই সেটা আবার রিল আকারে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দিচ্ছি মানুষ দেখার জন্য। ফলে একই আর্টওয়ার্কের নানান রকম কনজামপশনের ব্যাপার থাকতে পারে সামনের দিনে। যেমন আমাদের ৮৪০ ক্ষেত্রেই ঘটছে। এইটা সিনেমা আকারে রিলিজ হয়েছে একটা ভিন্ন কাটে। সিরিজের আকারে পরপর ৮ দিন যাচ্ছে ৩ চ্যানেলে। সামনে আরও অনেক রকমের মিডিয়াম আছে যেগুলোতে আমরা এটাকে হাজির করতে পারবো।
বেশ আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে যেনো ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই ‘৪২০’-এর ডাবল-আপ হচ্ছে ‘840’ ওরফে ‘Democracy Pvt. Ltd.’
কনটেন্টটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা, সহ-প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগরের। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।