জনভাষ্য আয়োজিত ‘রাষ্ট্র কার?
উক্ত অনুষ্ঠানে গণঅভ্যুত্থাণে শহীদ পরিবারসহ স্থানীয় বিভিন্ন শ্রেনিপেশার মানুষের সাথে সংলাপে অংশ নিয়েছে। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও নাট্য নির্দেশক আজাদ আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য মোশাহিদা সুলতানা ঋতু, লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ, কবি ও অ্যাক্টভিস্ট সৈকত আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত ও ‘লড়াকু ২৪’ এর সংগঠক কানিজ ফাতেমা মিথিলা।
এর পাশাপাশি মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে কথা বলেছেন শ্রমিক নেতা মো: নুরুজ্জামান, মোহাম্মদপুরের জুলাই শহীদ বাদশাহ মিয়ার বাবা মো: ফিরোজ, মোহাম্মদপুর এলায়েন্স কমিটির পক্ষ থেকে পারভেজ সুমন, লেখক লাবণী মন্ডল, গবেষক রাতুল আল আহমেদ, সাংবাদিক তাজওয়ার মাহমিদসহ অনেকে।
সভায় বক্তারা “রাষ্ট্র কার?” এই প্রশ্নের উত্তরে নানান মতামত প্রকাশ করেছে৷ নাট্যনির্দেশক আজাদ আবুল কালাম বলেছেন, ‘ রাষ্ট্র আমার, এর কলকব্জা আমার এই কথাটির মধ্য দিয়ে ফ্যাসিবাদী চেতনা গড়ে উঠে’।
এই গণসংলাপে মোহাম্মদপুরবাসীরা স্থানীয় নানাবিধ সমস্যা ও সংস্কারের আলাপ তুলে ধরে। মোহাম্মদপুরবাসী দীর্ঘদিন ধরেই বস্তিবাসী মানুষের আবাসন সমস্যার সমাধান, ট্রাফিকিং সিস্টেম উন্নতি, দূষিত খাল সংস্কার, ছিনতাই-অপরাধজনিত সমস্যা সমাধানে আইনশৃঙ্খলাবাহিনীর পদক্ষেপ, দীর্ঘদিন আওয়ামীলীগের দখলকৃত মাঠ খোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। তারা আশা করছে সরকার আরো দায়িত্ববান হবে তাদের এলাকাভিত্তিক সংকটগুলো নিরসনের ক্ষেত্রে।