২৩শে নভেম্বর “বৈচিত্র্যের ঐক্য” সমাবেশ ডাক
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ক্যাফেটেরিয়ায় গণতান্ত্রিক অধিকার কমিটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বিদ্যমান পরিস্থিতি ও আশু করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় অধ্যাপক ডা. হারুন- অর- রশিদ, শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, অধ্যাপক মামুন আল রশিদ, শ্রমিক নেতা কাফি রতন, ইকবাল কবীর, শিক্ষক ও গবেষক মাহা মীর্জা, নারী নেত্রী সীমা দত্ত, শিল্পী বীথি ঘোষ, মফিজুর রহমান লাল্টু, চলচিত্র নির্মাতা আকরাম খান, বাকী বিল্লাহ, সালমান সিদ্দিকী, দিলীপ রায়, রাগীব নাঈম, সায়েদুল হক নিশান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত সাধারণ সভায় কমিটি থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়। বিষয়গুলোর মধ্যে আছে: সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক দলের সংস্কার, আইন, বিচার ও পুলিশ প্রশাসন, গণমাধ্যম ও বাকস্বাধীনতা, দলিত ও চা শ্রমিক, আদিবাসী ও পার্বত্য চট্টগ্রাম, নারী ও লিঙ্গীয় বৈচিত্র্য, কৃষি ও কৃষকের সংকট, বেকারত্ব ও কর্মসংস্থান, শিল্পায়ন, শ্রমিক ও প্রবাসী শ্রমিক, জ্বালানী ও বিদ্যুৎ, শিল্প-সংস্কৃতি, প্রাণ-প্রকৃতি ও নদ-নদী, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক ও আর্থিক খাত, নগর ও গ্রাম পরিকল্পনা এবং জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক।
সভায় বাংলাদেশের সকল প্রকার ধর্মীয়, লিঙ্গীয়, জাতিগত, পেশাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষদের নিয়ে “বৈচিত্র্যের ঐক্য” ডাকে একটি সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর শনিবার বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। উক্ত সমাবেশে বাংলাদেশের সকল বৈচিত্র্যের মানুষেরা অংশ নিবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এতে নারী-পুরুষসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি দেশের পাহাড় ও সমতলের ভিন্ন জাতিসত্ত্বার জনগোষ্ঠী, বিভিন্ন লিঙ্গীয় বৈচিত্র্যের জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠীসহ সমাজে ও রাষ্ট্রে প্রান্তে ঠেলে দেয়া জনগোষ্ঠীর মানুষেরা; উপস্থিত থাকবেন সারা দেশের মাজার-দরবারগুলোর নানা ধরনের তরিকাপন্থী মানুষেরা, বাউল, কবি, ফকিরসহ বিভিন্ন বৈচিত্র্যের শিল্পীরা। সেই সমাবেশে আরও উপস্থিত থাকবেন রিকশাশ্রমিক, চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, যৌনকর্মীসহ বিভিন্ন পেশার শ্রমজীবী নিপীড়িত মানুষেরা এবং সেই সাথে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, লেখক, সাংবাদিক, গবেষকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
সভায় বলা হয়, বহু জাতি ধর্ম ও বৈচিত্র্যের এই বাংলাদেশে এই সকল প্রকার বৈচিত্র্যের মানুষদের মধ্যে ঐক্য স্থাপনের মাধ্যমেই বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে নেয়া সম্ভব। এই সংহতি সমাবেশে যোগ দিতে গণতান্ত্রিক অধিকার কমিটি দেশের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।