শ্রমিক হত্যার বিচার ও দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিঃ বাম মোর্চা
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু সভাপত্বিতে এক বৈঠক আজ ০৭ অক্টোবর ২০২৪, সোমবার সকাল ১০টায়, আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুশান্ত সিনাহ সুমন প্রমূখ।
বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দুই মাস হতে চলেছে, এখনো নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে আসেনি, উপরন্তু প্রতিদিন দাম বাড়াচ্ছে। আইনশৃংখলা পরিস্থতির উন্নতি হয়নি। পাহাড় থেকে সমতল সর্বত্র নৈরাজ্য চলছে। এ বিষয়ে সরকারের উদ্যোগ হতাশাজনক। অতীতের শাসকদের ন্যায় যেন এই সরকারও ভাগ কর শাসনকর নীতি অনুসরণ করছে।
সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধের উদ্যোগ না নিয়ে ছাত্র রাজনীতি বন্ধসহ বিরাজনীতি করণের পুজিবাদী-সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে উৎসাহিত করাচ্ছে। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের ন্যায় ষড়যন্ত্র তকমা দিয়ে ন্যয়সঙ্গত দাবীতে আন্দোলনকারী শ্রমিকদের দমন নিপিড়ন ও হত্যা করা হচ্ছে। শ্রমিক-কৃষক সাধারণ মানুষের স্বার্থের কোন উদ্যোগ নেই।
সাম্প্রদায়িক অপশক্তির দাবীর মুখে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে গণ-অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা দুই জন শিক্ষককে ইসলাম বিরোধী তকমা লাগিয়ে বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ব্যাক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে শ্রমিক হত্যার বিচার করতে হবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, দুর্নীতি-লুটপাট-দখলদারিত্বসহ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে হবে। পাহাড় থেকে সমতল তথা সমগ্র দেশব্যাপী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।