App Icon

জাতীয়

বন্যা নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ নাকচ ত্রিপুরার মন্ত্রীর

বাঁধ খুলে দেয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তবে তার অভিযোগ নাকচ করে দিয়েছেন ভারতের অন্যতম রাজ্য ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

তিনি বলেন, তারা (নাহিদসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকজন) বলছেন, আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি। কিন্তু সেটা সঠিক তথ্য নয়। তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। ওরা নিজেরা দেখতে পারেন, আমরা নিজে থেকে গেট খুলে দিতে পারি কি না! সেটা সম্ভব কিনা!

ত্রিপুরার মন্ত্রী বলেন, আমরা যদি অমানবিক হতাম, তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম বিদ্যুৎ দেয়া বন্ধ করে দিয়ে। কারণ বিদ্যুৎ বাবদ প্রায় ১৮০ কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। তাও নিয়মিত ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি। অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখন।

Related Articles